Skip to content

পৃথিবীর সব ওয়েবসাইটের ঠিকানাই হচ্ছে ডোমেইন। আপনি যদি facebook.com ব্যবহার করেন সেটা একটা ডোমেইন, আবার আমার ওয়েবসাইট shadnanm.com তাও একটা ডোমেইন। মূল কথা হচ্ছে ওয়েবসাইটের যে নামটি ব্যবহার করছেন সেটাই ডোমেইন।

সাবডোমেইন হচ্ছে ডোমেইনের এক্সটেনশন টাইপ জিনিস। ধরেন গুগলের ডোমেইন হচ্ছে google.com, এখন গুগল চাইলো সে একটা আলাদা ওয়েবসাইট বানাবে যেখানে সে তার ইউজারদের জন্য মেইল সুবিধা রাখবে। তখন গুগল খুলে নিলো তার মূল ডোমেইনের একটা সাবডোমেইন mail.google.com. ভালো করে দেখেন – google.com কিন্ত ঠিকই থাকল, কিন্ত তার সামনে যোগ হলো তার ডোমেইনের একটা সাব পার্ট mail.

সবাডোমেইনে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন গুগলের বিভিন্ন সেবা তার মূল ডোমেইনের পরিবর্তে সাবডোমেইন দিয়ে প্রোভাইড করা হয়। পেমেন্টের সময় payment.google.com, আবার অ্যাডসেন্সের ক্ষেত্রে adsense.google.com ইত্যাদি ইত্যাদি। গুগল তার মূল ডোমেইনে শুধু তার ফেস ব্র্যান্ড সার্চ ইঞ্জিন ইউজ করে।

ডোমেইন কিনতে টাকা খরচ করা লাগলেও, সাবডোমেইনের জন্য টাকা খরচ করা লাগে না। তবে হোস্টিং কেনার আগে অবশ্যই দেখে নিবেন আপনার হোস্ট আপনাকে কয়টি সাবডোমেইন খোলার পারমিশন দিচ্ছে। কেউ কেউ ৫ টা/১০ টা সাবডোমেইন ব্যবহারের পারমিশন দেয়, আবার কেউ কেউ আনলিমিটেড সাবডোমেইনের পারমিশন দেয়।

আপনার সাবডোমেইনগুলো ডোমেইনের উপর ডিপেন্ড করে। আপনি যদি কোন কারণে ডোমেইন রিনিউ না করান অথবা এক্সেস হারিয়ে ফেলেন অথবা বিক্রি করে দেন তবে আপনার ডোমেইনের সাথে সাথে সাবডোমেইনের অ্যাক্সেসও হারাবেন
9 views