Skip to content

ধরেন আপনি একটা ডোমেইন কিনেছেন। নিজের একটা ওয়েবসাইট বানাবেন তাই কিছুদিন পরে আরেক জায়গা থেকে হোস্টিং স্পেস কিনে নিলেন। এখন প্রশ্ন হচ্ছে ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করবেন কিভাবে?

খুবই সহজ বিষয়। চলেন স্টেপ বাই স্টেপ দেখাই। হোস্ট বাই হোস্ট ইন্টারফেস বিভিন্ন রকম হতে পারে, কিন্ত অপশন সব জায়গায় একই রকম। হয়তো কোন জায়গায় ডান পাশে দেয়া কোথাও বাম পাশে। আমি ডোমেইনের জন্য সাধারণত হোভার ব্যবহার করি, আর হোস্টিং এর জন্য ড্রিমহোস্ট। তাই আমি এই দুই ইন্টারফেসই আপনাদের দেখিয়ে দিচ্ছি।

সবার আগে চলে যাবেন আপনার ডোমেইন প্যানেলে, যেখানে আপনি ডোমেইন এর সব কিছু এডিট করতে পারবেন। এরপর আশেপাশে একটু খুঁজলেই পায়ে যাবেন NAMESERVER নামে একটা অপশন। সেখানে ক্লিক করেন। কিছু ঘর দেখাবে। NAMESERVER 1, NAMESERVER 2, NAMESERVER 3…

Connecting Domain

এখানে এখন কী বসাবেন?

আপনি যখনই যেখান থেকেই যে কোন ভাবেই হোস্টিং প্যানেল কিনেন না কেন, কেনার পর যখন ই-মেইলে কনফার্মেশন পাবেন তাতে অতি অবশ্যই লিখে দেয়া হবে আপনার NAMESERVER আসলে কি। কেউ দুইটা NAMESERVER পাঠায়, কেউ তিনটা পাঠায় আবার কেউবা চারটা। হোস্ট থেকে আপনাকে মেইলে যতগুলো NAMESERVER অ্যাড্রেস দিয়ে দিবে, ততগুলোই অ্যাড করবেন। এখন ধরেন আমাকে NAMESERVER পাঠিয়েছে তিনটা। সেই তিনটা আমি এখানে অ্যাড করে SAVE NAMESERVERS বাটনে ক্লিক করে বের হয়ে চলে আসলাম। ডোমেইন প্যানেলের কাজ আমার শেষ। যদিও লিখে দেয়া থাকে এই সার্ভার অ্যাড্রেস চেঞ্জ হতে ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, কিন্ত এই জীবনে আমার কখনোই ১০ মিনিটের বেশি লাগে নাই।

Connecting Domain

যাই হোক, একটু হেঁটে হুটে আসেন। বিস্কিট খেয়ে, এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে আবার চলেন শুরু করি।

এবার চলে যান আপনার হোস্ট প্যানেলে। “Add Hosting to a Domain” নামে অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করবেন।

Connecting Domain

এবার যে পেজ খুলবে তাতে লেখা থাকবে Domain to Host. পাশের বক্সে আপনার ডোমেইনের অ্যাড্রেস লিখবেন। যেমন আমার ডোমেইনের নাম shadnanm.com, আমি শুধু ওইটুকুই লিখব। কোন http/https লাগানোর দরকার নাই। এরপরের যে অপশনগুলো থাকবে চেক করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তবে কিছু না বুঝলে কোন কিছুতে ক্লিক করার দরকার নাই। হোস্টগুলো সাধারণত বেস্ট অপশনই বাই ডিফল্ট সিলেক্ট করে রাখে। এখন Fully host this domain ক্লিক করলেই সাকসেসফুল ম্যাসেজ পাবেন। যদি বাই এনি চান্স না পান, তবে একটু অপেক্ষা করে আবার চেষ্টা করেন, অবশ্যই হয়ে যাবে।

Connecting Domain

অতি অবশ্যই মনে রাখবেন, আগে ডোমেইনের NAMESERVER চেঞ্জ করতে হবে, এরপর হোস্টিং এর কাজ করবেন। উল্টোভাবে করতে গেলে বারবার এরর ম্যাসেজ পেতে থাকবেন।
7 views