বাংলায় ওয়েব ডেভেলপমেন্টের খুঁটিনাটি
ডোমেইন অ্যালিয়াস কী? কেন দরকার?
ডোমেইন অ্যালিয়াস আপনার মূল ডোমেইনের মিরর। আমার ওয়েবসাইট shadnanmahmud.com এ যে কন্টেন্ট পাওয়া যাবে, একদম একই কন্টেন্ট শাদনান.বাংলা ওয়েবসাইটেও পাওয়া যাবে।
আরও পোস্ট পড়ুনকোন ডোমেইন কিনব? দাম কত?
সাধারণত প্রাইস ডিপেন্ড করে বিভিন্ন মার্কেটপ্লেসের উপর। যেমন নেমচিপে আজকে ডোমেইন কিনতে পারেন ১২ ডলারে, সে একই ডোমেইন গোড্যাডিতে ১৫ ডলার আবার লোকাল মার্কেটপ্লেস থেকে কিনলে ১০০০ টাকা।
আরও পোস্ট পড়ুনডোমেইনের সাথে হোস্টিং অ্যাড করবেন কিভাবে?
ধরেন আপনি একটা ডোমেইন কিনেছেন। নিজের একটা ওয়েবসাইট বানাবেন তাই কিছুদিন পরে আরেক জায়গা থেকে হোস্টিং স্পেস কিনে নিলেন। এখন প্রশ্ন হচ্ছে ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করবেন কিভাবে?
আরও পোস্ট পড়ুন