ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানিয়ে নেয়ার পর তাতে আপনি চাইলে অনেক কিছুই রেখে দিতে পারেন। আপনি যদি ভিডিও হোস্ট করতে চান, ভিডিও আপলোড করতে পারেন। যদি আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হন, আপনি আপনার তোলা ছবিগুলা একদম অরিজিনাল সাইজে রাখতে পারেন। সেক্ষেত্রে মাঝে মধ্যেই একটা সমস্যা দেখা দিতে পারে। কমদামী হোস্টিং প্রোভাইডার, স্পেশালি আমাদের দেশের লোকাল হোস্ট প্রোভাইডারদের কাছ থেকে যদি হোস্ট নিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার যেকোন কিছু আপলোড করার ক্ষেত্রে ফাইল সাইজ লিমিট খুবই ছোট। এখন আপনার ছবি যদি ২০ মেগাবাইটের হয় আর যদি ফাইল আপলোড লিমিট হয় ৫ মেগাবাইট তাহলে তো আর আপনি ফাইল আপলোড করতে পারছেন না।
এই সমস্যা খুব সহজে সল্ভ করা যায়। আপনার ওয়েবসাইটের রুট ফোল্ডারের ফাইলগুলা খুলে দেখেন (মানে যেখানে ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলা থাকে আর কি), দেখবেন একটা ফাইলের নাম .htaccess. সেই ফাইল খুলে এই কোড কপি করে বসায় দেন
php_value upload_max_filesize 64M php_value post_max_size 64M php_value max_execution_time 300 php_value max_input_time 300
সেভ করে বের হয়ে আসেন, দেখবেন আপনার লিমিট এক ধাক্কায় বেড়ে গেছে।