Skip to content

আপনি যদি আপনার হোস্টিং প্যানেলে যান, তবে দেখতে পাবেন একটা অপশন আছে “Add-on Domain” নামে। আসলে অ্যাড অন ডোমেইন কী?

ধরেন আমার মূল সাইটের অ্যাড্রেস shadnanm.com, এখন এই সাইট ব্যবহারের জন্য আমি একটা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ১ জিবি হোস্টিং কিনলাম। দুই মাস পর মনে হলো, ওই সাইটের পাশাপাশি আমি আরেকটা সাইট বানায় নিব যেইটার অ্যাড্রেস হবে shadnanmahmud.com. তো এখন এই ডোমেইনের জন্য তো আমার আরেকটা হোস্টিং প্যানেল কিনতে হবে, তাই না? আবার বেশ কিছু টাকা খরচের ব্যপার স্যাপার।

অ্যাড অন ডোমেইনের মজাটাই এখানে। আমি আমার আগের সাইট shadnanm.com এর জন্য যে হোস্টিং প্যানেল কিনেছিলাম সেখানেই অ্যাড অন ডোমেইন হিসেবে আমি shadnanmahmud.com অ্যাড করে নিতে পারি। আপনার তাহলে একই হোস্টিং প্যানেলে দুইটা ডোমেইন হোস্ট করা থাকল, দুইটা আলাদা ওয়েবসাইট হলো, আবার কোন খরচও পড়ল না হোস্টিং কেনার জন্য।

তবে আপনার সাইটে যদি ফাইল অনেক বেশি হয়, আর ইনিশিয়াল স্পেস কম থাকে (২৫০/৩০০ এমবি) তবে অ্যাড অন ডোমেইন না ইউজ করাই ভালো। সাইট ক্র্যাশ করতে পারে। তাছাড়া বেশিরভাগ প্রোভাইডার কম স্পেসে অ্যাড অন ডোমেইনের অপশন রাখে না। হোস্টিং কেনার আগে ভালো করে দেখে নিবেন আপনাকে কয়টা অ্যাড অন ডোমেইনের পারমিশন দেয়া হচ্ছে।

মনে রাখবেন, আপনি যদি ২৫০ এমবি স্পেস কিনেন আর তাতে যদি ১০টা অ্যাড অন ডোমেইনের অপশন থাকে, তাহলে যেমন লাভ নাই। তেমনি আপনার যদি ১০০ জিবি স্পেস থাকে কিন্ত অ্যাড অন ডোমেইনের পারমিশন না থাকে, তাতেও লাভ নাই। হোস্টিং কেনার আগে অবশ্যই ভালো করে জেনে বুঝে কিনবেন।
12 views