Skip to content

যদি ওয়েবপেজ বানাতে যান তাহলে সবচেয়ে বড় যে ঝামেলায় মাঝে মধ্যেই পড়বেন তা হচ্ছে কালার সিলেকশন। ধরেন কেউ আপনাকে বলল নীল কালার ইউজ কইরো এখানে, এখন নীল তো অনেক রকম হয় – হালকা নীল, গাড় নীল, বেদনার রঙ নীল… হাজার অপশন আপনার জন্য খোলা। এখন প্রশ্ন হচ্ছে আপনি ইউজ করবেন কোনটা…

আবার মাঝে মধ্যে এমনও হয় যে কোন একটা ওয়েবপেজে গিয়েছেন সেখানে কোন একটা কালার দেখে আপনার এত পছন্দ হয়েছে যে বলার মত না। সেটা একটু লালচে। কিন্ত আপনি জানেন না এই কালারের নামটা কী। এইসব ক্ষেত্রে ওই ওয়েবপেজের কালার কোড কিভাবে পাবেন?

সহজ সমাধান দিচ্ছি…

যে কোন ব্রাউজারেই ওয়েবপেজে রাইট ক্লিক করবেন, উইন্ডো বক্স খুললে তাতে একদম নিচে দেখবেন লেখা “Inspect”. ক্লিক করলে কিছু কোডওয়ালা বাক্স খুলবে। তাতে নিচের ছবির লাল মার্ক করা এই আইকনটা খুঁজে নেন। এরপর এই আইকনে ক্লিক করে ওয়েবপেজের যে কোন কালারের উপর মাউস কার্সর ধরলেই দেখবেন আপনাকে কালার কোড দেখিয়ে দিচ্ছে। এখন সেই কালার কোড আপনার ওয়েবপেজে যেয়ে পেস্ট করলেই দেখবেন এক্সাক্ট সেম কালার আপনি পেয়ে গেছেন।

 

কালার কোড

15 views